আমরা অনেকেই স্মার্টফোনের বিভিন্ন ফিচারস বা স্মার্টফোন সম্পর্কে তথ্য জানার জন্য আলাদা আলাদা অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি। কেমন হতো যদি একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি সবকিছু করতে পারেন। অর্থাৎ ছোট একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার স্মার্টফোনটি নিয়ন্ত্রণ করা সহ স্মার্টফোনের যাবতীয় ফিচারস গুলোও নিয়ন্ত্রণ করতে পারেন। আজকে এমনই একটি অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব যেটির মাধ্যমে আপনি আপনার সম্পূর্ণ স্মার্টফোন এর বিস্তারিত তথ্য জানতে পারবেন এছাড়াও এটির মাধ্যমে আপনি আপনার সাধের ফোনটিকে কন্ট্রোল করতে পারবেন।
অ্যাপ্লিকেশনটির নাম: ( App name)
Assistant for Android এই অ্যাপ্লিকেশনটি অসাধারণ। অসাধারণ বলার কারণ মাত্র তিন এমবির এই এপ্লিকেশান টি দিয়ে আপনি একটি স্মার্টফোনের যা যা করা দরকার তার সব কিছুই করতে পারবেন। অর্থাৎ এই অ্যাপসটিতে রয়েছে অগণিত সব ফিচারস। যেগুলোর সাহায্যে আপনার স্মার্টফোনটিকে খুব সহজে নিয়ন্ত্রণ করা যাবে এবং স্মার্টফোনটি যাবতীয় তথ্য নিমিষেই জানা যাবে। এখন পর্যন্ত এই অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে 10 মিলিয়ন বারেরও বেশি ইন্সটল করা হয়েছে। এছাড়াও এটির রেটিং অত্যন্ত ভালো।
অ্যাপ্লিকেশনটিতে যে সমস্ত ফিচারস হয়েছে: ( Features of the Android assistant)
প্রথম এই অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করলে আপনার কাছে আপনার মোবাইল ফোনের এক্সেসবিলিটি থেকে অনুমতি চাইবে সেটি দিয়ে দিন।
মনিটরিং: ( Monitoring)
এই অপশনটি থেকে আপনার ফোনের সিপিইউ রেম, ব্যাটারি, রুম, এসডিকার্ড এগুলোর বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আপডেটসহ। যেমন আপনার কি পরিমান স্টোরেজঃ খালি আছে এবং কী পরিমান স্টোরেজঃ ব্যবহার করা হয়েছে তার সবকিছুই পেয়ে যাবেন এখানে।
কুইক বুষ্ট এই অপশনটিতে ক্লিক করলে আপনার ফোনের সিপিইউ, রেম, রম ইত্যাদির পারফরম্যান্স আরো বেড়ে যাবে।
সিস্টেম ক্লিয়ার: ( System clear)
এখান থেকে আপনি চাইলে আপনার ফোনের সিস্টেম সম্পূর্ণ স্ক্যান করে ক্লিন করতে পারবেন। এর জন্য শুধুমাত্র আপনাকে ফাইলগুলো বাছাই করতে হবে এবং ফুল স্ক্যান অপশনটিতে ক্লিক করতে হবে।
প্রসেস: ( Processes)
এই অপশনটিতে দেখতে পাবেন আপনার ফোনে বর্তমানে কোন অ্যাপ্লিকেশনগুলো ব্যাকগ্রাউন্ডে রানিং অবস্থায় আছে। অর্থাৎ কোন অ্যাপস গুলো এখনো চলমান রয়েছে। আপনি চাইলে সেগুলো বাছাই করে বন্ধ করে দিতে পারেন।
টুলস: ( Tools)
এই অপশনটি তে যে সমস্ত ফিচারস রয়েছে সেগুলো বলে শেষ করা যাবেনা। কারণ এখানে পেয়ে যাবেন আপনার ফোনের সমস্ত কন্ট্রোল সিস্টেমটি। এখানে ব্লুটুথ থেকে শুরু করে ফোন রিংটোন সেট করা সহ আরো অনেক কিছু নিয়ন্ত্রন করতে পারবেন এখান থেকে।
সেটিংস: ( Settings)
এখান থেকে আপনি অ্যাপ্লিকেশনটির থিম পরিবর্তন করা সহ ল্যাংগুয়েজ পরিবর্তন, অটো স্টার্ট, নোটিফিকেশন কন্ট্রোল, অটো অটো ক্যাচ ক্লিয়ার এগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়াও আরো বিভিন্ন কিছু ফাংশন রয়েছে এখানে যেগুলো আপনার ফোনের পারফরম্যান্স কে আরো দুর্দান্ত করে তুলবে।
তো আপনার কাছে যদি এই অ্যাপ্লিকেশনটি ভালো লাগে এবং এই আর্টিকেলটি পড়ে যদি আপনার কোন উপকার হয় তাহলে অবশ্যই আমাদের এই লেখাটি শেয়ার করবেন। ধন্যবাদ।

0 Comments