শখের ব্যবহৃত ফোনটিকে আমরা সকলেই নিরাপদ রাখতে চাই। কিন্তু অনেক সময় বিভিন্ন অসতর্কতাবশত আমাদের ফোনটি নিরাপত্তাহীন হয়ে পড়ে। আর এই সমস্যাটি থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন Avast antivirus mobile security and virus cleaner অ্যাপ্লিকেশনটি। অ্যাপ্লিকেশন টি খুব সহজে আপনার ফোনের ভাইরাস দূর করে আপনার ফোনের নিরাপত্তা প্রদান করবে। এখন পর্যন্ত অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোরে 100 মিলিয়ন বারের বেশি ইন্সটল হয়েছে এবং 6 মিলিয়ন রিভিউ এর সাথে 4.7 রেটিং প্রাপ্ত এই অ্যাপ্লিকেশনটি। মাত্র 23 এমবির এই অ্যাপ্লিকেশনটিতে রয়েছে আপনার ফোনের নিরাপত্তা প্রদানের জন্য নানারকম টুলস। যেটি আপনার ফোনকে রাখবে সুরক্ষিত।
তাহলে চলুন দেখে নেওয়া যাক অ্যাপ্লিকেশনটিতে কি কি ফিচার রয়েছে।
অ্যাপ্লিকেশান টির নাম: ( App name)
Avast antivirus mobile security and virus cleaner এ সফটওয়্যার থেকে আমি মোবাইল ফোন নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে এক নাম্বারে রাখবো। এর কারণ হচ্ছে এই অ্যাপ্লিকেশনটিতে বিদ্যমান কিছু গুরুত্বপূর্ণ টুলস। যা খুবই প্রয়োজনীয় আপনার সাধের স্মার্টফোনটির নিরাপত্তার জন্য।
যে সকল ফিচার রয়েছে অ্যাপ্লিকেশনটিতে: ( Features of the Avast antivirus)
অ্যাপ্লিকেশন টি চালু করতেই আপনাকে আপনার ফোন স্ক্যান করতে বলবে স্ক্যান বাটনে ক্লিক করলেই আপনার সম্পূর্ণ ফোনটা স্ক্যান হওয়া শুরু করবে। কিছুটা সময় নেবে 100% স্ক্যান কমপ্লিট হয়ে গেলে আপনি রেজাল্ট দেখতে পাবেন। স্ক্যান সম্পন্ন হওয়ার পর যদি কোন সমস্যা হয় তাহলে আপনাকে সেটি সমাধান করতে বলবে অ্যাপ্লিকেশনটি। আর এই জন্য আপনাকে নিজ থেকে কিছু করতে হবে না আপনাকে শুধু অ্যাপ্লিকেশনটি গাইডলাইন অনুসরণ করতে হবে। উক্ত প্রসেস শেষ হলে continue as free অপশনটিতে ক্লিক করুন। ফলে আপনি অ্যাপ্লিকেশনটির হোমপেজে চলে আসবেন।
বুষ্ট র্যাম: ( Boost Ram)
অপশনটিতে ক্লিক করলে আপনার ফোনের রেম পরিষ্কার হতে থাকবে। অর্থাৎ আপনার ফোনে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো অতিরিক্ত ব্যবহার করছে বা বিভিন্ন জাঙ্ক ফাইল যেগুলো নির্দিষ্ট পরিমাণের চেয়েও অতিরিক্ত র্যাম ব্যবহার করছে সেগুলো পরিষ্কার হতে থাকবে। এইটা করার মাধ্যমে আপনার ফোন আরও কিছু ইসমত আর দ্রুতগতির হয়ে উঠবে।
ক্লিন জাঙ্ক ( Clean junk)
এই অপশনটিতে আপনার ফোনে যে সমস্ত জাঙ্ক ফাইল রয়েছে অর্থাৎ ও প্রয়োজনীয় ডাটা জমা হয়েছে সেগুলো ডিলিট হয়ে যাবে। সাথে যদি কোন ফাইলে নিরাপত্তাজনিত কোনো কারণ খুঁজে পায় তাহলে অ্যাপ্লিকেশনটি সেই ফাইলটি ডিলিট করে দেবে। এতে আপনার ফোনের স্টোরেজ আরো বেড়ে যাবে। এবং ফোন থাকবে নিরাপদ।
স্ক্যান ওয়াইফাই এবং চেক স্পিড: ( Scan Wi-Fi and check speed)
আমরা অনেক সময় বিভিন্ন ধরনের পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করে থাকি আর এতে আমাদের মোবাইল ফোনটির নিরাপত্তা হুমকির মুখে পড়ে থাকে। অসাধু ব্যক্তি চাইলেই উক্ত পাবলিক ওয়াই-ফাই এর মাধ্যমে আপনার ডেটা চুরি করতে পারে। আর সেটি থেকে বাঁচার জন্য যখন কোন ওয়াইফাই এর সাথে আপনার ফোনটি কানেক্ট করবেন তখন ইস কেন ওয়াইফাই অপশনটিতে ক্লিক করে দেখবেন যে ওয়াইফাই তে কোন সমস্যা আছে কিনা। অপরদিকে অ্যাপ্লিকেশনটি আপনার ওয়াইফাই স্কিন করে আপনাকে জানিয়ে দিবে যে এই ওয়াইফাই ব্যবহার করা আপনার জন্য ঠিক হবে কিনা। অপরদিকে চেক স্পিড নামক অপশনটি থেকে আপনি জানতে পারবেন আপনার ইন্টারনেটের স্পিড কেমন। এটিতে ক্লিক করলে আপনি জানতে পারবেন কত এমবিপিএস স্পিডে আপনি ইন্টারনেট ব্যবহার করছেন।
ভিপিএন: ( Vpn)
একটি প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য। এটি ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার ইন্টারনেট সংযোগ নিরাপদ রাখতে পারবেন। এছাড়াও অনলাইনে আপনার ব্যক্তিগত প্রাইভেসি সুরক্ষিত থাকবে। আপনি যদি এই সুবিধাটি ব্যবহার করতে চান তাহলে আপনাকে প্রেমিয়াম মেম্বেরশিপ ক্রয় করে নিতে হবে।
এন্টি থিফট: ( Anti Theft)
ধরুন আপনার ফোনটি চুরি হয়ে গিয়েছে এখন কি করবেন। মনে মনে ভাবছেন কিছুই করার নেই? তাহলে anti-theft অপশন টি আপনার জন্য। এটি অন করার জন্য প্রথমে আপনাকে anti-theft অপশনটিতে ক্লিক করতে হবে এরপর আপনাকে নতুন পাসওয়ার্ড দিতে বলবে পাসওয়ার্ড দেওয়ার পরে দ্বিতীয় অপশনটি অর্থাৎ grant necessary permissions এ ক্লিক করার পর আপনাকে active device administrator থেকে সেটিকে একটিভ করে দিতে হবে।
কানেক্ট টু ইউর অ্যাভাস্ট একাউন্ট: ( Connect to your Avast account)
Connect to your Avast account অপশনটিতে ক্লিক করে একটি অ্যাভাস্ট একাউন্ট তৈরি করে নিন। বাস হয়ে গেল আপনার কাজ। এখন আপনার অনুমতি ব্যতীত যদি কেউ আপনার ফোনে এক্সেস নিতে চায় তাহলে আপনার এভাস্ট একাউন্টে নোটিফিকেশন এলার্ট চলে আসবে। আর তখন আপনি আপনার ফোনের সকল তথ্য জেনে যাবেন।
ফাইল স্ক্যানার: ( File scanner)
আপনার ফোনের মেমোরিতে রাখা ফাইলগুলোতে যদি কোন সমস্যা থেকে থাকে তাহলে আপনি চাইলে আপনার সমস্ত ফাইল গুলোকে একসাথে সিলেক্ট করে স্ক্যান করতে পারবেন। স্ক্যান করার সম্পূর্ণ হয়ে যাওয়ার পর যদি কোনো সমস্যা থাকে তবে তা দেখাবে আর সেই অনুযায়ী আপনি পরবর্তী প্রসেস সম্পূর্ণ করবেন।
পরিশেষে বলব যে এই অ্যাপ্লিকেশনটি একটি অসাধারণ ফিচার সমৃদ্ধ। এটিতে আরো নানা ধরনের টুলস রয়েছে। যেগুলো আপনার নিত্যদিনের কাজ কে আরও সহজ করে তুলবে। কিছু ফিচারস রয়েছে যেগুলো ব্যবহার করতে হলে আপনাকে প্রিমিয়াম মেম্বারশিপ ক্রয় করতে হবে। অ্যাপসটিতে যে সকল ফিচার রয়েছে সেগুলো আপনার ফোনের নিরাপত্তা আরও কয়েকগুণ বাড়িয়ে দেবে।
0 Comments