ইংরেজিতে কথা বলা বলতে চান? শত চেষ্টা হাজার রকমের গাইডলাইনস দিয়েও শিখতে পারছেন না? তাহলে আজকের এই অ্যাপস রিভিউ টি আপনার জন্য। চাইলে এখন ইংরেজিতে এক্সপার্ট হওয়া খুবই সহজ। কেমন হয় যদি সামান্য একটি অ্যাপ্লিকেশন আপনাকে একজন ইংরেজি শিক্ষক এর মত গাইডলাইন দেয়। একজন ইংরেজি শিক্ষক যেভাবে প্রত্যেকদিন আপনাকে সিলেবাস অনুযায়ী পাঠদান দেয় তেমনি এই অ্যাপ্লিকেশনৎও আপনাকে সিলেবাস অনুযায়ী পাঠদান দিবে। কি বিশ্বাস হচ্ছে না তাহলে চলন আলোচনা করা যাক এই সুন্দর অ্যাপ্লিকেশনটি নিয়ে। কি কি রয়েছে এতে আর এটি থেকে কি ধরনের উপকার পাবেন সেসব আজকে আলোচনা করবো আপনাদের সাথে।
অ্যাপ্লিকেশনটির নাম: ( App name)
Hello English: learn English অ্যাপসটি এখন পর্যন্ত গুগল প্লে স্টোরে 10 মিলিয়ন এর বেশি ইন্সটল হয়েছে 9 লাখ এর কাছাকাছি রিভিউ নিয়ে 4.5 রেটিং রয়েছে অ্যাপস এছাড়াও এটি গুগোল এডিটর থেকে রিকমেন্ড করা হয়েছে। অগণিত পজেটিভ রিভিউ এর সমন্বয়ে অ্যাপ্লিকেশনটি অভূতপূর্ব সাফল্য পেয়েছে। গুগল প্লে স্টোর থেকে ফ্রিতেই পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনটি। যে সকল ফিচার রয়েছে অ্যাপ্লিকেশনটিতে তা নিয়ে একটি আলোচনা করা যাক।
যে সকল ফিচার রয়েছে অ্যাপ্লিকেশনটিতে: ( Features of the Hello English: Learn English app)
প্রথম ধাপ: (First step)
অ্যাপস এ প্রবেশ করতে হলে আপনাকে ইমেইল আইডি দিয়ে লগইন করতে হবে। এরপর আপনাকে 25 টি ভাষা থেকে একটি ভাষা বাছাই করে নিতে হবে। যে ভাষাতে আপনি ইংরেজি শিখতে চান। এক্ষেত্রে আপনি যে ভাষাটা সবচেয়ে ভালো পারেন অর্থাৎ আপনার মাতৃভাষা সেটি বাছাই করুন। যেহেতু আমাদের আলোচনাটি বাংলা ভাষায় সেতো আমি ধরে নিচ্ছি আমরা যারা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে যাবো তারা সকলেই বাংলা ভাষা বাছাই করবেন সে ক্ষেত্রে আমিও বাংলা ভাষাতে যেসকল ফিচার রয়েছে তা নিয়ে আলোচনা করব।
দ্বিতীয় ধাপঃ ( Second step)
ভাষা সিলেক্ট করার পর আপনাকে তিনটি অপশন দেবে যথাক্রমে;
১. বিগেনার ( Beginner)
২. ইন্টারমিডিয়েট ( Intemediate)
৩. এক্সপার্ট ( Expert)
ধরে নিচ্ছি আপনি ইংরেজি একেবারে প্রথম থেকে শিখতে চাচ্ছেন সে হিসাবে আমরা বিগেনার অপশনটি বাছাই করব। এরপর আপনাকে প্রশ্ন করবে কেন আপনি ইংরেজি শিখতে চান আপনার যেকোনো একটি কারণ এর মাঝে টিক চিহ্ন দিয়ে পরবর্তী পেজে যান। সেখানে পছন্দমত একটি এভাটার পছন্দ করার পর নেক্সট এ ক্লিক করলে আপনার মোবাইল ফোন নাম্বার চাইবে সেটা দিয়ে নেক্সট এ পুনরায় আবার ক্লিক করুন। আপনি চাইলে তাদের প্রেমিয়াম মেম্বারশিপ ব্যবহার করতে পারেন আর না চাইলে (না আমি লিমিটেড ভার্শন নিতে চাই) অপশনটিতে ক্লিক করুন। এবার আপনার সম্পূর্ণরূপে অ্যাপসটিতে প্রবেশ করবেন।
বেসিক কোর্স: ( Basic Course)
এখানে আপনি 1 থেকে 25 টি লেসন পাবেন। আপনি যদি প্রাথমিক পর্যায়ের হন তাহলে আপনার প্রতিটি লেসন শেষ করতে একদিন লাগবে। প্রতিটি লেসনে আপনাকে তিন ভাগে সেখানে হবে। প্রথমটি হচ্ছে প্রাথমিক জিজ্ঞাসা। এরপর একটি গেম খেলার মাধ্যমে আপনার ইংরেজি দক্ষতা যাচাই। এরপরের ধাপটিতে আপনাকে শব্দের বানান শেখাবে। এভাবে তিনটি ধাপ সম্পন্ন করতে পারলে আপনার লেসন 1 শেষ হবে আরে থেকে আপনি উপহার হিসেবে কিছু কয়েন পাবেন আরে কয়েন গুলো ব্যবহার করে আপনি বিভিন্ন লক করা কোর্স আনলক করতে পারবেন। ২৫টি লেসন শেষ হয়ে গেলে এরপর ১৯ টি পেজ পাবেন। এই উনিশটি পেজ এ মোট 475 লেসন রয়েছে।
অল কোর্স: ( All course)
যারা প্রেমিয়াম মেম্বেরশিপ কিনবে এগুলো শুধু তাদের জন্য। আপনি যদি তাদের প্রেমিয়াম মেম্বেরশিপ নেন তাহলে বিভিন্ন ধরনের ভিডিও কোর্স এখান থেকে করতে পারবেন আর প্রত্যেকটি কোর্স এর দৈর্ঘ্য প্রায় কয়েক ঘন্টা হয়ে থাকে।
লাইভ: আপনি চাইলে এখান থেকে অনেক শিক্ষক শিক্ষিকার সাথে লাইভ কথাবার্তা বলতে পারবেন অর্থাৎ আপনার ইংলিশ প্র্যাকটিস করার জন্য এ লাইফ সেশন টি তৈরি করা হয়েছে।এটিও প্রিমিয়াম মেম্বারশিপ এর জন্য।
প্র্যাকটিস: ( Practice)
কিভাবে নিউজ লিখতে হয় কিভাবে কথা বলতে হয় বা কিভাবে আর্টিকেল লিখতে হয় তার সবকিছুই এখান থেকে প্র্যাকটিস করতে পারবেন। এছাড়াও বিভিন্ন অডিও এবং ভিডিও এর মাধ্যমে আপনাকে ইংরেজি শেখানো হবে।
অ্যাপসটির উপরে চ্যাট অপশন রয়েছে এখান থেকে আপনি চাইলে ইংরেজি প্র্যাক্টিস করতে পারেন চ্যাট করার মাধ্যমে। এখান থেকে আপনি আপনার আইডির যাচাই করতে পারবেন বিভিন্ন অজানা প্রশ্নের উত্তর জানতে পাবেন। এছাড়াও চ্যাট বক্সে ইংরেজিতে কিভাবে কথাবার্তা বলতে হয় সেটার প্রায় সবকিছুই শিখতে পারবেন এখান থেকে। এছাড়াও এটি তৈরি হয়েছে ভয়েসের মাধ্যমে ইংরেজিতে কথা বার্তা প্র্যাকটিস করার সুবিধা।
বিশেষ দ্রষ্টব্য: ( Special notes)
বিরক্তকর বিভিন্ন অ্যাপস এর সম্মুখীন হতে পারেন এছাড়াও ভালোভাবে ইংরেজি শেখার জন্য প্রিমিয়াম মেম্বারশিপ কিনে নিতে পারেন তাতে আপনি আরো কিছু অতিরিক্ত সুবিধা পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনটিতে।
0 Comments