এর আগে আপনাদেরকে ইংরেজি ভাষা শেখার একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে আলোচনা করেছিলাম তবে সেটি ছিল শুধুমাত্র ইংরেজি ভাষা শেখার অ্যাপ্লিকেশন। তাই আজকে আপনাদের কাছে যে অ্যাপসটি নিয়ে আলোচনা করব সেটির মাধ্যমে আপনি ইংরেজি ভাষার সাথে সাথে আরো কিছু ভাষা শিখতে পারবেন যেমন স্প্যানিশ ফ্রান্স-জার্মানি ইতালিয়ান মোটকথা আপনি ইউরোপের ভাষাগুলো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে শিখতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে অ্যাপসটির সাথে পরিচয় করিয়ে দিই।
অ্যাপ্লিকেশন টি নাম: ( App name)
Duolingo: learn languages free নামের অ্যাপ্লিকেশনটি এখন পর্যন্ত গুগল প্লে স্টোর থেকে 100 মিলিয়ন বা তারও বেশি ইন্সটল করা হয়েছে এছাড়াও অ্যাপ্লিকেশনটির রেটিং অনেক ভালো 4.6. গুগোল এডিটরস চয়েজ থেকে এই অ্যাপ্লিকেশনটি রিকমেন্ড করা হয়েছে।
অ্যাপ্লিকেশনটির ফিচারস সমূহ: ( Features of Duolingo app)
অ্যাপসটি ইনস্টল করে চালু করার পর অনেকগুলো ভাষার তালিকা দেখতে পাবেন আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি কোন ভাষা শিখতে চান সে অনুযায়ী আপনার ভাষাটি বাছাই করুন। একবার জিজ্ঞেস করা হবে আপনি কোন ভাষায় কথা বলেন আপনি নিজের ভাষাটা বাছাই করে নিন উক্ত তালিকা থেকে। এভাবে আপনাকে আরও কিছু প্রশ্ন করা হবে সেগুলোর সঠিক উত্তর দিন। এখানে আপনাকে একটি প্রশ্ন করা হবে যাতে উল্লেখ করা থাকবে আপনি প্রতিদিন কত মিনিট উক্ত ভাষাটি শিখতে চান সে অনুযায়ী আপনি সময় নির্ধারণ করতে পারবেন।
ব্রেন টেস্ট: ( Brain test)
প্রথমে আপনাকে কিছু প্রশ্ন করা হবে তবে প্রশ্নটি থাকবে আপনি যে ভাষায় কথা বলেন সে বাসায় আর উত্তর গুলো থাকবে আপনি যে ভাষাটা শিখতে চাচ্ছেন সে ভাষায়। প্রথম দিকের প্রশ্নগুলো অনেকটাই সহজ হয়। কিন্তু আপনি যত সামনে এগোবেন প্রশ্নগুলো ততো কঠিন হতে থাকবে।
প্রথম টেস্ট শেষ হওয়ার পর যখন অ্যাপ্লিকেশনটির মূল হোম পেজে প্রবেশ করবেন তখন আপনার প্রোফাইলটি তৈরি করে ফেলুন এতে অনেকগুলো ফিচার যুক্ত হবে। অ্যাপ্লিকেশনটির হোমপেজে আপনি ইন্ট্রো নামে একটি অপশন পাবেন সেখান থেকে আপনি প্রতিদিন এর লেসন শেষ করতে পারবেন। এছাড়াও এখানে বিভিন্ন জায়গায় কিভাবে কথা বলতে হবে সেটির একটি তালিকা আকারে লেসন রয়েছে। যেমন ট্রাভেলে গেলে আপনার কি কি বাক্য গুলো শিখতে হবে রেস্টুরেন্টে গেলে কি ধরনের বাক্য শিখতে হবে পরিবারের সাথে কথা বলতে হলে কোন শব্দগুলো জানতে হবে এভাবে শপিং স্কুল এমন কি কোন পার্টিতে বা কোনো অনুষ্ঠানে গেলে আপনার যে সকল শব্দগুলো শেখা রাখা প্রয়োজন সেসবের সবগুলোই আপনাকে একে একে শেখানো হবে।
কুইজ: ( Quiz)
অ্যাপ্লিকেশনটি সবচেয়ে সুন্দর একটি দিক হচ্ছে কুইজ খেলে খেলে আপনি ক্রাউন পয়েন্ট পাবেন সেগুলো জমা করে আপনি যে ভাষা শিখতে চাচ্ছেন সেই ভাষার বিভিন্ন ধরনের গল্প আনলক করতে পারবেন আর সেগুলো পড়ে পড়ে আপনার ভাষার দক্ষতা যাচাই করতে পারবেন।
স্ট্যাটিসটিকস: ( Statistics)
আপনি এই অ্যাপ্লিকেশনটি থেকে এখন পর্যন্ত যা যা শিখেছেন বাজা যা জেনেছেন তার সবকিছুই স্ট্যাটিসটিকস অপশনটিতে লিপিবদ্ধ আকারে জমা হবে। আপনি চাইলে একনজরে দেখে নিতে পারবেন আপনার স্ট্যাটিসটিকস।
প্রিমিয়াম প্লাস: ( Premium plus)
অ্যাপ্লিকেশনটির বাড়তি কিছু সুবিধা রয়েছে সেগুলো পেতে হলে আপনাকে তাদের প্রেমিয়াম প্লাস ক্রয় করে নিতে হবে।
সেটিংস: ( Settings)
সেটিংস মোর থেকে আপনি অ্যাপ্লিকেশান টির জন্য ডার্ক মোড পেয়ে যাবেন। এছাড়াও থাকছে সাউন্ড সিস্টেম ঠিক রাখার অপশন। এমনকি বিভিন্ন ধরনের নোটিফিকেশন কন্ট্রোল সিস্টেম ও এতে থাকছে।
অতিরিক্ত ভাষা শেখার সুবিধা: ( Advantages of learning Additional languages)
আপনি চাইলে একইসাথে অনেকগুলো ভাষা শিখতে পারেন এই অ্যাপসটিতে। এর জন্য আপনাকে যা করতে হবে তা হচ্ছে অ্যাপ্লিকেশনটির উপরের দিকে আপনি যে বাসা ঠিক শিখছেন সে দেশের একটি পতাকা রয়েছে সেখানে ক্লিক করলেই আপনি অতিরিক্ত ভাষা সংযুক্ত করতে পারবেন। তাই বলা চলে এক ঢিলে দুই পাখি অর্থাৎ আপনি একসাথে অনেকগুলো সুবিধা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র একটি অ্যাপ্লিকেশনের মধ্যেই।
0 Comments