আজ আমি আপনাদের সাথে আলোচনা করব গুগল প্লে স্টোরে থাকা সেরা দুটি ভিপিএন অ্যাপস নিয়ে যেগুলোর মাধ্যেম আপনি নিরাপদের ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন। এর জন্য আপনার আলাদা করে কোন পেইড কোন সার্ভিস ব্যবহার করতে হবে না। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই দুটি ভিপিএন অ্যাপ সম্পর্কে। এবং ভিপিএন গুলোর মধ্যে যে সকল ফিচার রয়েছে তা নিয়েও আলোচনা করব।
ভিপিএন কি? (Definition of VPN)
ভিপিএন হচ্ছে একটি নিরাপদ ইন্টারনেট প্রটোকল ব্যবস্থা যা ব্যবহারকারীকে অবাধে ইন্টারনেটে বিচরণ করার সুবিধা দিয়ে থাকে। ব্যবহারকারীর তথ্য থাকে নিরাপদ এর ফলে ভয়ের কোন কারণ থাকে না। আজকে আপনাদের কাছে যে দুটি ভিপিএন নিয়ে আলোচনা করব সে গুলো হচ্ছে-
১। টার্বো ভিপিএন ( Turbo Vpn)
২। শাটল ভিপিএন (Shuttle Vpn)
দুটো ভিপিএন ই ফ্রি তে প্লেস্টোরে পাওয়া যায়। তবে এগুলার রয়েছে দারুন সব ফিচারস।
টার্বো ভিপিএনে রয়েছে যে সকল ফিচারসঃ (features of turbo VPN)
শুরুতেই বলে নেই আপনি যদি কোন ধরণের ঝামেলা ছাড়াই ভাল কোন ভিপিএন ব্যবহার করতে চান তাহলে টার্বো ভিপিএন আপনার জন্য সেরা একটি ভিপিএন অ্যাপ হবে। এছাড়াও অ্যাপটিতে রয়েছে সুপার ফাস্ট কানেক্টিভিটি মানে খুব দ্রুতই এটি অন্য দেশের সার্ভারের সাথে কানেক্ট হয়ে যায়। ফলে অন্য ভিপিএনের মত আপনাকে অনেক্ষন অপেক্ষা করতে হয় না। এ কারণেই প্লেস্টোরে সর্বাধিক ইন্সটল কৃত ভিপিএন এপের তালিকায় টার্বো প্রথম সারিতে রয়েছে। এটি এখন পর্যন্ত ১০০ মিলিয়ন বারের বেশি ইন্সটল হয়েছে গুগল প্লেস্টোর থেকে। এই ভিপিএন টি ব্যবহার করার ফলে আপনি আরো যে সকল সুবিধা পেতে পারেন তাহল-
✓ নিরাপদ ইন্টারনেট সেবা এবং গোপনীয়তা রক্ষা করবে এই ভিপিএন অ্যাপ টি। বিশ্বের সেরা সার্ভার গুলো আপনার ইন্টারনেটের সাথে অটোমেটিক অপ্টিমাইজ হয়ে যাবে ফলে ইন্টানেট স্পীড থাকবে স্বাভাবিক। এছাড়াও বিভিন্ন দেশের প্রক্সি ব্যবহারের সুবিধা রয়েছে।
✓ বিভিন্ন দেশের প্রক্সি সার্ভার ছাড়াও দ্রুত স্পিড এবং ভিডিও বা অডিও অনলাইনে বাস সরাসরি কোনো ইভেন্ট চলার সময় ভাফার হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
✓ অনেকগুলো দেশের প্রক্সি সার্ভার রয়েছে এই পৃথিবীতে। তাছাড়া অনেক ইউজার ফ্রেন্ডলি এবং প্রফেশনাল এই অ্যাপটি। আপনি কে কোন নেটওয়ার্কে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবেন যেমন ওয়াইফাই, 3জি, এলটিই, ইত্যাদি।
✓ আপনার দেশে যে সকল ওয়েবসাইটের কার্যক্রম বন্ধ রয়েছে আপনি চাইলে খুব সহজেই সকল ওয়েবসাইটে এক্সেস নিতে পারবেন। এছাড়াও অনেক নিরাপদ উপায় ওয়েবসাইটগুলো থেকে ডাটা নামাতে পারবেন।
শাটল ভিপিএনে রয়েছে যে সকল ফিচারসঃ (features of shuttle VPN)
আপনি অনেক ধরনের ভিপিএন অ্যাপ ব্যবহার করে সন্তুষ্ট হতে পারেননি? তাহলে আমি বলব এই অ্যাপটি একবার ব্যবহার করে দেখুন। আপনার মনে হবে আপনি কোন প্রিমিয়াম সার্ভিস ব্যবহার করছেন। ফোর পয়েন্ট টু রেটিং নিয়ে এখন পর্যন্ত প্লে স্টোরে এই অ্যাপ্লিকেশনটি 1 মিলিয়ন বারের বেশি ইন্সটল হয়েছে। প্লে স্টোর থেকে খুব সহজে চাইলেই অ্যাপ্লিকেশনটি আপনি আপনার ফোনে ইন্সটল করতে পারবেন একদম ফ্রীতেই।
চলুন জেনে নেয়া যাক এই বিপিএন ব্যবহার করে আপনি কি সকল সুবিধা পেতে পারেন:
✓ এতে রয়েছে ফাস্ট সুপার ভিপিএন প্রক্সি সাথে রয়েছে টার্বো স্পিড মোড। এক ক্লিকের মাধ্যমে বিভিন্ন দেশের সার্ভারে আপনি কানেক্ট করে ফেলতে পারবেন।
✓ বিশটিরও দেশের ফ্রি সার্ভার লোকেশন রয়েছে এই অ্যাপ্লিকেশনটিতে।
✓ এছাড়া রয়েছে গেমিং খেলার জন্য আলাদা গেমিং সার্ভার যেখান থেকে আপনি পাবজি মোবাইলের মত গেম গুলোর গেমিং করতে পারবেন অন্য দেশের সার্ভার থেকে খুব সহজেই।
✓এছাড়া বিভিন্ন অনলাইন স্ট্রিমিং ওয়েবসাইটগুলো আনলক করতে পারবেন বিভিন্ন দেশের প্রক্সি ব্যবহার করে।
✓রয়েছে স্ট্যাবল কানেকশন এবং অনেক বেশি নিরাপদ ও সুরক্ষা প্রদান করে থাকে এই অ্যাপটি।
দুইটির মধ্যে কোনটি সেরা?
আমি দুইটি অ্যাপই ব্যবহার করেছি। তবে আমার কাছে সবচেয়ে ভাল লেগেছে শাটল ভিপিএন অ্যাপটি এটি লোড এবং কানেক্ট হতে টার্বো ভিপিএন এর এক্টূ বেশি সময় লাগলেও এটির কানেশন অনেক স্টেবল থাকে আর অনের ব্লকড সাইটে এটির কানেশন অনেক ভাল থাকে। তাই আমার কাছে শাটল ভিপিএনই সেরা মনে হয়েছে।
তাই দেরী কেন এই দুইটি অ্যাপ্লিকেশন থেকে আপনার যেটা ভালো লাগে সেটা আজকে থেকে ব্যবহার করা শুরু করে দিন আর মজা নিতে থাকুন। লেখাটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ভাল থাকুন সুস্থ থাকুন শুভকামনা।
0 Comments