সাউন্ড রেকর্ড করার জন্য ভালো মানের পিসি বা ল্যাপটপ নেই? না থাকার কারণে ভালো মানের সাউন্ড রেকর্ড করতে পারছেন না? তাহলে চিন্তার কারন নেই এখন থেকে আপনার সাধের এন্ড্রয়েড ফোনেই ভালো মানের সাউন্ড রেকর্ডিং হবে। তাও আবার একদম পারফেক্ট কিভাবে। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে চলুন আজকে আপনাদের সাথে এমন একটি অ্যাপ্লিকেশনের পরিচয় করিয়ে দেবো যেটির মাধ্যমে আপনি খুব সহজেই ভালো মানের সাউন্ড রেকর্ড করতে পারবেন আপনার হাতের মোবাইল ফোনটি থেকেই আর এর জন্য দরকার হবেনা ভালো মানের পিসি বা ল্যাপটপ অথবা অন্য কোন ডিভাইস।
অ্যাপ্লিকেশনটির নাম: ( App name)
Smart recorder-high quality voice recorder অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোরে পেয়ে যাবে ফ্রিতে। মাত্র তিন এমপির এই অ্যাপ্লিকেশনটি এখন পর্যন্ত 10 মিলিয়ন বারেরও বেশি ইন্সটল হয়েছে। এছাড়াও এটি 4.6 রেটিং নিয়ে প্লে স্টোরে অনেক ভালো অবস্থান করছে। প্রায় 3 লক্ষ মানুষের ফাইভস্টার রেটিং সহ প্রতিটি রিভিউ আপনাকে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে বাধ্য করবে। এই অ্যাপ্লিকেশনটির নির্মাতা কোম্পানি smartmob শুধুমাত্র একটি অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটি গুগোল প্লে স্টোরে পাবলিশ করে অনেক জনপ্রিয়তা পেয়েছে। এবার জেনে নেওয়া যাক অ্যাপ্লিকেশনটি ব্যবহারে কি কি সুবিধা পাবেন।
যে সকল ফিচার রয়েছে অ্যাপ্লিকেশনটিতে: ( Features of the Smart voice recorder)
অ্যাপ্লিকেশনটি ইন্সটল করে ওপেন করার পরেই দেখতে পাবেন সরাসরি লাল বাটনের একটি বৃত্তকার রেকর্ডিং অপশন রয়েছে মাঝখানে। এখানে ক্লিক করলেই আপনার সাউন্ড রেকর্ডিং সিস্টেম চালু হয়ে যাবে। এরপর চাই বলবেন তা রেকর্ড হতে থাকবে। এরপর একদম নিচে ডান পাশে দেখতে পাবেন Recodings অপশন। আপনার রেকর্ড করার সকল ফাইলগুলো এখান থেকেই পেয়ে যাবেন। এবার আসা যাক অ্যাপ্লিকেশনটি কিভাবে কাস্টমাইজ করা হয়েছে এতে কি ধরনের সুবিধা রয়েছে এর জন্য আমাদের অ্যাপ্লিকেশনটির সেটিংস অপশনে যেতে হবে।
সেটিংস অপশনে যা যা রয়েছে :
সিম্পল রেট কোয়ালিটি: ( Simple rate quality)
অ্যাপটি ওপেন করার পর উপরে ডানপাশে থ্রি ডট মেনুতে ক্লিক করলে সেটিং অপশন দেখতে পাবেন সেখানে প্রবেশ করলেই সর্বপ্রথম যে অপশনটি চোখে পড়বে সেটি হচ্ছে সিম্পল রেট (কোয়ালিটি) এখানে ক্লিক করলে আপনি সাউন্ড কত রেটে রেকর্ড করতে চাচ্ছেন সেটাই একটি লিস্ট দেওয়া আছে। এখানে 8 KHz থেকে 44.1KHz পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন। আপনি এই অপশনটি যত বাড়াবেন আপনার রেকর্ড করা ফাইল সাইজ বড় আকারের হবে এবং কোয়ালিটি ও আরও উন্নত ধরনের হবে। তবে এখানে ডিফল্ট হিসাবে 22KHz দেয়া থাকবে। আমি চাইবো আপনি এটি ব্যবহার করুন। কারণ এটি স্মার্ট ফোনের সাউন্ড রেকর্ড করার জন্য সেরা একটি অপশন।
ফজ ডিউরিং ফোন কলস: ( Pause during phone calls)
এই অপশনটি চালু করে দিলেই যখন আপনার ফোনে কোন কল আসবে তখন অটোমেটিকভাবে রেকর্ডিং থেমে যাবে। এরপর যখন আপনার কথা বলা শেষ হয়ে যাবে অর্থাৎ কল কেটে যাবে তখন এটি অটোমেটিক ভাবে পুনরায় সাউন্ড রেকর্ড করতে থাকবে।
ডু নট ডিস্টার্ব: ( Do not disturb)
এই অপশনটির মাধ্যমে আপনি চাইলে আপনার ফোনকে সাইলেন্ট করে রাখতে পারেন। যখন আপনি সাউন্ড রেকর্ড করবেন তখন যদি এই অপশনটি অন করে রাখেন তাহলে আপনার ফোন সাইলেন্ট অবস্থায় থাকবে অর্থাৎ এতে আপনার ফোনের কলস, নোটিফিকেশন, মেসেজেস কোন কিছুই স্ক্রিনে দেখতে পাবেন না। ফলে আপনার সাউন্ড রেকর্ডিং টি আরও চমৎকার হবে।
মাইক্রোফোন এডজাস্টমেন্ট: ( Microphone adjustment)
এই অপশনটিতে ক্লিক করার পর আপনি আপনার মাইক্রোফোনের লেভেল ঠিক করতে পারবেন অর্থাৎ আপনার মাইক্রোফোনটি সঠিকভাবে কাজ করছে কিনা সেটি এখান থেকে যাচাই করে নিতে পারবেন এর জন্য Mic level অপশন থেকে টেস্ট বাটনটিতে ক্লিক করুন। যদি সব কিছু সঠিকভাবে শুনতে পান তাহলে আপনার মাইক্রোফোন ভালোভাবে কাজ করছে বুঝে যাবেন।
কিপ স্ক্রীন অন: ( Keep screen on)
ধরুন আপনি সাউন্ড রেকর্ড করছেন এবং একই ফোন থেকে কোন লেখা দেখে হঠাৎ করে আপনার স্ক্রিনটি অফ হয়ে গিয়েছে। তখন অবশ্যই আপনার বিরক্তি বোধ জেগে উঠবে। আর এই সমস্যা থেকে রেহাই পেতে কিপ স্ক্রীন অন (keep screen on) এ অপশনটি চালু করে দিতে পারেন। এতে আপনি যতক্ষণ পর্যন্ত সাউন্ড রেকর্ড করবেন অ্যাপ্লিকেশনটি ততক্ষণ পর্যন্ত ফোনের স্ক্রীন চালু রাখবে অর্থাৎ বন্ধ হয়ে যাবে না।
হাইড ফ্রম মেডিয়া প্লেয়ারস: (Hide from media player)
ধরুন আপনি আপনার রেকর্ডিং করা ফাইলগুলো আপনার ফোনের অন্যকোন মেডিয়া প্লেয়ারে দেখতে চান না তাহলে হাইড ফ্রম মেডিয়া প্লেয়ারস (hide from media players) অপশন টা চালু করে দিন। এতে আপনার রেকর্ড করা ফাইলগুলো নির্দিষ্ট একটি ফোল্ডারে থাকবে এবং শুধু এই অ্যাপ্লিকেশনটিতে ফাইলগুলো দেখাবে। অন্য কোন মিডিয়া প্লেয়ারে ফাইলগুলো দেখাবে না।
ফাইল নেম এন্ড টাইটেল: ( File name and title)
ফাইল নেম এন্ড টাইটেল অপশনটিতে ক্লিক করার পর ফাইল নেম ফ্রিফিক্স অপশনটি থেকে আপনি রেকর্ড করা ফাইলটির নাম বা টাইটেল সেট করতে পারবেন। এছাড়াও সময় এবং তারিখ এখান থেকে সহজেই সেট করা যাবে।
ক্রাশ রেপোটিং: ( Crush reporting)
অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে যদি আপনি কোন সমস্যার সম্মুখীন হন অর্থাৎ অ্যাপ্লিকেশনটিতে ঢুকতে পারছেন না বারবার অ্যাপ্লিকেশনটি বন্ধ হয়ে যাচ্ছে তাহলে ক্রাশ রিপোর্টিং অপশনটি চালু করে দিন। এতে আপনার সমস্যাটি অ্যাপ্লিকেশন কর্তৃপক্ষের কাছে পৌঁছে যাবে। এবং তারাই সমস্যাটির সমাধান করে দেবে।
বিশেষ দ্রষ্টব্য: ( Special notes)
অ্যাপ্লিকেশনটি ব্যবহারে আপনি বিরক্ত করার কিছু এডভার্টাইজিং এর সম্মুখীন হতে পারেন। এর জন্য আপনি চাইলে রিমুভ অ্যাডস অপশনটি থেকে তাদেরকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করার মাধ্যমে এই এডভারটাইজিং এর সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তবে সেটার জন্য আপনাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে হবে তাদেরকে।
0 Comments